অনলাইন ডেক্স :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন সামরিক সদস্যদের এবং জুলাই-আগস্ট গণ-আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে সেনাপ্রধান রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে মোতায়েন দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সেনাসদস্যরা সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত হন এবং উৎসবের এই মুহূর্তে তাঁর উপস্থিতি তাদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে দেয়। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজেও অংশগ্রহণ করেন।
অপরাহ্নে সেনা ভবনে অনুষ্ঠিত হয় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবারবর্গ, দেশের বিশিষ্ট নাগরিক এবং বিদেশি কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। তাঁরা সেনাপ্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল উৎসবমুখর ও আন্তরিকতায় ভরপুর।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম সহ-সম্পাদকঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭ মোবাইলঃ ০১৭১৬১২৭৮১১, ০১৭১১২৮০৯১৬
ইমেইলঃchoukasinfo21@gmail.com, choukasinfo@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.