1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ৩ জনকে আটক অর্থপাচার মামলা দুদকের চার কর্মকর্তার বিরুদ্ধে ব্রাজিল সরকারের বিনামূল্যে পরিবহন সুবিধার ঘোষণা COP 30: অংশগ্রহণকারীদের জন্য বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব ডাক দিবসে ডক্টরস টিভি ও জেনোফ্যাক্সের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর বিশ্ব আবাস দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা গাজীপুরের শ্রীপুরে সরঃ প্রাঃ বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগঃ পরিশেষে বিভাগীয় মামলা।  জাতিসংঘের স্বাগত হামাসের যুদ্ধবিরতি সিদ্ধান্তে খুন হওয়া দুই সাংবাদিকের পরিবারের খোঁজ নিতে জামালপুুরে যাবেন সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ নেতৃবৃন্দ

বরিশাল-খুলনা রুটে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রী

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বরিশাল-আগৈলঝাড়া হয়ে খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে এক মাস ধরে। এতে প্রতিদিন ওই রুট ব্যবহারকারী অসংখ্য যাত্রী চরম ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ উঠেছে, বরিশাল বাস মালিক সমিতির সিদ্ধান্তেই রুটে সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

পরিবহন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা ও ভোলার যাত্রীরা আগৈলঝাড়া-গোপালগঞ্জ রুটে অল্প সময়ে খুলনা ও যশোর পৌঁছাতে পারতেন। বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টারসহ অন্তত ১২টি বাস কোম্পানির পরিবহন নিয়মিত চলাচল করত। কিন্তু গত এক মাস ধরে ওই রুটে কোনো বাস চলতে পারছে না।

 

রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন বলেন, “আগৈলঝাড়া হয়ে গোপালগঞ্জ সড়কে যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদে খুলনা-যশোর যেতে পারতেন। এখন এই সড়ক বন্ধ থাকায় বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে, এতে যাত্রার সময় ও দুর্ভোগ—উভয়ই বেড়েছে।”

 

সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক বলেন, “২০০৯ সাল থেকে এই রুটে আমাদের বাস চলাচল করে আসছে। কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে বরিশাল বাস মালিক সমিতির লোকজন সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন। বারবার আলোচনা করেও সমাধান মিলছে না।”

 

এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, “লোকাল যাত্রী পরিবহনের কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”

 

তবে বরিশাল বিআরটিএর বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, “বাস মালিক সমিতির এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।”

 

যাত্রীরা বলছেন, দীর্ঘদিন ধরে রুট বন্ধ থাকায় অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বিকল্প রুটে যাতায়াত করছেন। দ্রুত এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews