1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
চট্টগ্রামে জুলাই পুনর্জাগরণ স্টেডিয়ামে কড়া নিরাপত্তা ভালুকায় মা-মেয়ে সহ তিনজনকে জবাই করে হত্যা: এলাকাজুড়ে চরম আতঙ্ক টাঙ্গাইলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক: ৩ মাসেই ভাঙন ফরিদপুরে মাদক সম্রাট ‘ডা. ইউনুস’: যুব সমাজ ধ্বংসের পথে, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি রাহশাহী মোহনপুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,বাড়িতে হামলা ভাঙচুর ২ লক্ষ টাকা ছিনতাই দেশে ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ ও ৮১৯ জনকে অপহরণ-জনমনে আতঙ্ক সৃষ্টি! শ্রীপুরে সকল সাংবাদিকের সম্মিলিত উদ্যোগে সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ, ৩ যাত্রীকে সতর্ক করে মুক্তি বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম সিইপিজেড: থিয়ানিস অ্যাপারেলসের শ্রমিকদের সড়ক অবরোধ শ্রীপুরে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফ পরা আসামি ছিনিয়ে নেওয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর এলাকায় নারী ও শিশু নির্যাতন মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রোববার রাতের এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। এ বিষয়ে সোমবার সকালে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশের বরাতে জানা যায়, জাহাজমারা পুলিশ ফাঁড়ির একটি দল নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় পলাতক আসামি মো. মিরাজ উদ্দিনকে আটক করতে নতুন সুখচর বাজারে অভিযান চালায়। গ্রেপ্তার শেষে মিরাজকে থানায় নেওয়ার সময় পথে পুলিশের ওপর হামলা চালানো হয়।

 

পুলিশ জানায়, মো. ইয়াছিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল পুলিশের গতিরোধ করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় মিরাজকে ছিনিয়ে নেয়। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও কনস্টেবল সুজন কান্তি নাথ আহত হন।

 

পরবর্তীতে জাহাজমারা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে।

ছিনিয়ে নেওয়া মিরাজ উদ্দিনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews