মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) অলক বিহারী গুণ।
অভিযানকালে শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকার জনৈক রহমান মিয়ার বাড়ির পাশের একটি পাকা রাস্তা থেকে বালুভর্তি ৩ টন ধারণক্ষমতার একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন—আলীশারকুল এলাকার আক্কাস মিয়ার ছেলে শাহবুদ্দিন মিয়া (২৪), মৃত সৈয়দ আলীর ছেলে আনোয়ার মিয়া (২২), এবং মখলিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৯)।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ এবং এতে আনুমানিক ১৫০ ঘনফুট বালু পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৩,৭৫০ টাকা।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সরকারি খাস ছড়া ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয় ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় পলাতক অন্যান্য জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত এসব কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।