রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত দলটি বুধবার ভোররাতে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি তিনতলা ভবনের নিচতলার একটি স্টোর রুম থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো: শুকুর আলী (৫০), মো: আরিফ ওরফে ‘বড় বেলবাটি’ আরিফ (৪২), মো: মোবারক (৪২) ও সুমন (২৭)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়। অভিযানে ২ হাজার ২৫০ পিস ইয়াবা (আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা), ১০ কেজি গাঁজা (প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা), ৮ হাজার ৪০০ পুরিয়া হেরোইন (আনুমানিক ২২ লাখ ৩১ হাজার টাকা) এবং মাদক বিক্রির ৭১ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.