মাদারীপুরের শিবচর উপজেলায় ঘর ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজীব ওই এলাকার বাসিন্দা দেলোয়ার শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব তার নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় প্রধান বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই কাজ শুরু করলে হঠাৎ একটি খোলা বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের নানা মান্নান শিকদার বলেন, “আমার বাড়ির একটি পুরাতন ঘর ভাঙছিল রাজীব। কাজের সময় বিদ্যুতের তারে হাত লেগে দুর্ঘটনাটি ঘটে।”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।