শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার দাবিতে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান মিথ্যা মামলা, হয়রানি ও হামলার প্রতিবাদে এবং দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় শ্রীপুরের মাওনা উড়ালসেতুর নিচে এ মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শ্রীপুর উপজেলা শাখা এবং শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব। দুইটি সংগঠনের ব্যানারে একত্রে এই মানববন্ধনে অংশ নেন শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “বর্তমানে সাংবাদিকরা নানা ধরনের হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি। এসব বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন এখন সময়ের দাবি।”
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন,
“সাংবাদিকরা দেশ ও সমাজের অসঙ্গতির কথা তুলে ধরেন বলেই অনেক সময় প্রভাবশালী মহলের রোষানলে পড়েন। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন অতি দ্রুত পাস করতে হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিকসহ অনেকে। বক্তারা একযোগে বলেন: “সাংবাদিকের কলম যেন ভয় ও হুমকির কাছে মাথানত না করে, তা নিশ্চিত করতে হবে।”