প্রবীণদের বিশেষ যত্নের মাধ্যমে নিজের বার্ধক্যের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। তিনি বলেন, মানবকল্যাণ হিসেবে স্বাস্থ্যসেবায়, আমাদের যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বাড়িতে বসে যারা সেবা পাচ্ছেন না হাসপাতালে যাওয়ার মত সক্ষমতা নেই; তারা আসলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা যারা সুস্থ, সক্ষম ও সবল রয়েছি তাদের দায়িত্ব হল যেসব বাবা-মা হাসপাতালের যেতে পারেন না তাদের সেবা নিশ্চিত করা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
শুক্রবার (২২ আগস্ট) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বৃদ্ধদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা এখানে কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছি। দুইটা পরিবারের কথা শুনলাম বাড়িতে খাবার নাই, ওষুধ নাই। আমাদের সবার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। বিত্তবানদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।
স্বাস্থ্য সচিব বলেন, নাটোরের সাংবাদিক যারা ঢাকায় কাজ করেন তারা একেবারেই নাটোরপ্রেমিক। তারা আজ খুবজীপুরে এসেছেন। তারা নাটোরের উন্নয়ন নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন। তাদের মাধ্যমে একটা বিষয় উন্মোচিত হবে। তা হলো বৃদ্ধ মানুষের সেবা। এটা তারা বিশেষ বিবেচনায় রাখবেন। আমরা তাদের সঙ্গে কাজ করবো ইনশাল্লাহ।
সচিব বলেন, মানবকল্যাণে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বৃদ্ধদের বিষয়ে আমাদের ভাবতে হবে। এই বয়সে তারা অসহায় হয়ে যায়। সময় পেলে তাদের পাশে একটু সময় দেওয়া। এতে তারা বেঁচে থাকার রসদ পাবেন।
এ সময় দুবাই চ্যারিট এ্যাসোসিয়েশনের প্রতিনিধি বাদার্স রাসেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর, রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ এডুকেশন এ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, অর্থো সার্জান অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক, নিটোর অর্থো সার্জন ডা. মো. জহিরুল ইসলাম, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম, নাটোর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের সিভিল সার্জনসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মো. শামছুল ইসলাম, চ্যানেল ২৪ এ সিনিয়র রিপোর্টার ইমদাদ হক, যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমদাদুল হক, আর টিভির সাব-এডিটর কামাল হোসেন, কালবেলার সাব-এডিটর রেজাউল করিম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ওই ফ্রি স্বাস্থ্যক্যাম্পে গাইনী, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলোজি, চক্ষু, চর্ম ও শিশু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় নিবন্ধিত ২ শতাধিক প্রবীণ রোগীর ওষধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম সহ-সম্পাদকঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭ মোবাইলঃ ০১৭১৬১২৭৮১১, ০১৭১১২৮০৯১৬
ইমেইলঃchoukasinfo21@gmail.com, choukasinfo@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.