মোঃ আবুল কাশেম, শনিবার, ২৩ আগস্ট ২০২৫:
গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।শনিবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে শহীদ তুহিনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে তার পরিবারের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন।এসময় তিনি তুহিন হত্যা মামলাটি সংগঠনের পক্ষ থেকে বিনা খরচে পরিচালনারও আশ্বাস দেন। একইসঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন—পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আগামী ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনাস্থলকে ‘সাংবাদিক তুহিন চত্বর’ হিসেবে বাস্তবায়নেরও দাবি জানান তিনি।দিনভর গাজীপুর চৌরাস্তা, শ্রীপুরের মাওনা, ভালুকার সিডস্টোর ও ত্রিশালে আয়োজিত পথসভায় বক্তৃতাকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ একই দাবি তোলেন।পথসভা শেষে বিএমএসএফ নেতৃবৃন্দ শহীদ তুহিনের গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা-মা ও স্ত্রীর খোঁজ-খবর নেন এবং দুই সন্তানের শিক্ষা জীবনের দায়িত্ব গ্রহণ করেন।এসময় গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক শত সংবাদকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।এর আগে জয়দেবপুরের চান্দনা চৌরাস্তা আনুষ্ঠানিকভাবে ‘শহীদ সাংবাদিক তুহিন চত্বর’ ঘোষণা করে নেতৃবৃন্দ। পরে তারা শ্রীপুরের মাওনা, ভালুকা ও ত্রিশালের পথসভায় যোগ দেন।কর্মসূচিতে ত্রিশাল প্রেসক্লাব সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন—ট্রাস্টি বোর্ড সদস্য মোস্তাক আহমেদ খান ও আমজাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মো. আল মাসুম খান, কেন্দ্রীয় নেতা আনোয়ার সাদত জাহাঙ্গীর, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, মো. হাসান, মৃণাল কান্তি চৌধুরী, ভালুকা শাখার সভাপতি শফিউল্লাহ আনসারী প্রমুখ।পরে সংগঠনের নেতৃবৃন্দ ফুলবাড়িয়ায় শহীদ তুহিনের কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করেন।