মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লা কান্দি গ্রামের আমগাডায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইমন মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
জানা যায়, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে একই গ্রামের মুক্তার নামের এক ব্যক্তি ইমনকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি গাছে উঠতে বাধ্য করা হয়। ইমন গাছে উঠতে অনিচ্ছা প্রকাশ করলে মুক্তার তাকে মারধর করে গাছে উঠায়। ওই গাছে বিদ্যুৎ সংযোগ থাকায় ইমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত মুক্তার পলাতক। এলাকাবাসীর অভিযোগ, মুক্তার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এমনকি বোমা তৈরি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি প্রায়ই এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে বলে আসছিলেন যে পুলিশ তাকে কিছুই করতে পারবে না, কারণ তিনি নাকি পুলিশের হয়ে কাজ করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত মুক্তারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানিয়েছেন।