মাহমুদুল হাসান মেমন
ভোটাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার সংবিধান স্বীকৃত, কিন্তু বর্তমান সরকার সেই অধিকার হরণ করেছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই অধিকার ফিরিয়ে আনার।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জিলানী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও গণতন্ত্রের প্রকৃত রক্ষক। তিনি অভিযোগ করেন, আজও কিছু গোষ্ঠী পাকিস্তানপন্থী রাজনীতি করে চলেছে, যারা স্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধিতা করে। “গত ১৭ বছর ধরে আমরা ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নিপীড়নের শিকার হতে হয়েছে, তারেক রহমানকেও নির্যাতনের মুখে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে,”—বলেন তিনি।
সভায় জানানো হয়, তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে লালপুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং অচিরেই নতুন কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দেন নেতারা।
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দল ও নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নেতারা কর্মীদের সচেতন ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান।
তারা বলেন, চাঁদাবাজি বা টেন্ডারবাজি নয়, সংগঠনের ভিতকে মজবুত করতে হবে সততার ভিত্তিতে। জনগণের কল্যাণে কাজ করে বিএনপি তার শক্ত অবস্থান বজায় রাখছে। বক্তারা আরও দাবি করেন, বিএনপি কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায় না। দেশের সংকটের একমাত্র সমাধান হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যার জন্য নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিকে প্রতিহত করে, তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ ও সহ-সাধারণ সম্পাদক মকসেদুর রহমান আবির।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক সানোয়ার হোসেন ভিপি তুষার এবং সঞ্চালনা করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলে সম্মানিত ও বিপ্লবী সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম জহির।নাটোর জেলার আওতাধীন০৭টি উপজেলা ও ০৮ পৌরসভা এবং ৫২ টি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন।