রফিকুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে এক বিধবা গৃহবধূকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩০) বৃহস্পতিবার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২৮ আগস্ট রাতে স্থানীয় দুই যুবক তার বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় তার দুই সন্তান—একজন বাকপ্রতিবন্ধী ছেলে ও কন্যাশিশু—ঘরে উপস্থিত ছিল। যাওয়ার সময় অভিযুক্তরা ভুক্তভোগীকে বিভিন্ন হুমকি-ধমকি দেয় এবং ধর্ষণের ভিডিও ধারণ করার কথাও বলে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় দুই সন্তান নিয়ে বসবাস করছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মো. বারেক বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।