বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫ইং) সকাল থেকে একদিকে একটি গার্মেন্টসে ঝুটের গাড়ি বের হওয়ার ঘটনায় দুই গ্রুপ আনাগোনা করতে দেখা যায়, এর ফাঁকে তৃতীয় পক্ষ উপর মহলের হস্তক্ষেপে ঝুট নিয়ে চলে যায়।
এরপর সেনা (গোয়েন্দা) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে সকালে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে যান এবং তৎক্ষনিক অভিযান চালিয়ে এক নারীসহ ১১জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, এসময় তল্লাশি করা হয় স্থানীয় বকুল ভুঁইয়ার বাড়িতে।
আশুলিয়া এলাকায় গত সেপ্টেম্বর, অক্টোবর ২০২৪ এবং ফেব্রুয়ারি ও আগস্ট ২০২৫ইং দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এতে রাস্তার সাধারন পথচারী এবং এলাকার সাধারন জনগন আহত হয়। তবে এসব ঘটনার পরে শুধু জামগড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ পৃথক অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০-৪০ জনকে আটক করেন।
বাড়িতে তল্লাশির বিষয়ে বকুল ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এবং আমার ছেলের নামে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, আমার ছেলে রনি ভুঁইয়া দীর্ঘদিন যাবত এলাকায় আসে না, চট্টগ্রামে থাকে। উক্ত ঘটনার সাথে আমি বা আমার পরিবার জড়িত না। পুলিশ জানায়, একজন নারীসহ ১১ জনকে যৌথ বাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম সহ-সম্পাদকঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭ মোবাইলঃ ০১৭১৬১২৭৮১১, ০১৭১১২৮০৯১৬
ইমেইলঃchoukasinfo21@gmail.com, choukasinfo@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.