আজ ২ অক্টোবর ২০২৫, আন্তর্জাতিক অহিংস দিবস। এই দিনে জাতিসংঘ মহাসচিব মহাত্মা গান্ধীর জীবন, কর্ম ও উত্তরাধিকার স্মরণ করে শান্তি, সত্য ও মানব মর্যাদার প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানান।
মহাসচিব বলেন, গান্ধী কেবল অহিংসার আদর্শ প্রচার করেননি, তিনি নিজ জীবনে তা বাস্তবায়ন করেছেন। ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনের সময় তাঁর শিক্ষার তাৎপর্য নতুন করে গুরুত্ব পাচ্ছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আজকের বিশ্বে ভাগ করা মানবতার ক্ষয় দেখা যাচ্ছে। সহিংসতা সংলাপকে প্রতিস্থাপন করছে, সাধারণ মানুষ সংঘাতের শিকার হচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার পদদলিত হচ্ছে, আর শান্তির ভিত নড়বড়ে হয়ে পড়ছে।
মহাসচিবের ভাষ্যে, অহিংসা দুর্বলদের অস্ত্র নয়, এটি সাহসীদের শক্তি। ঘৃণা ছাড়া অন্যায়ের প্রতিবাদ, নিষ্ঠুরতা ছাড়া নিপীড়নের মোকাবিলা এবং মর্যাদার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাই গান্ধীর শিক্ষা।
তিনি আহ্বান জানান, "এই বিপজ্জনক ও বিভক্ত সময়ে আসুন আমরা গান্ধীর নেতৃত্বকে অনুসরণ করি। দুর্ভোগের অবসান ঘটাই, কূটনীতিকে অগ্রাধিকার দিই, বিভেদ দূর করি এবং সকলের জন্য ন্যায়সঙ্গত, টেকসই ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম সহ-সম্পাদকঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭ মোবাইলঃ ০১৭১৬১২৭৮১১, ০১৭১১২৮০৯১৬
ইমেইলঃchoukasinfo21@gmail.com, choukasinfo@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.