রফিকুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধ।
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন আচমকা প্রকাশিত সাংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শ্রীপুর উপজেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক সদস্য এবং ২ নং গাজীপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক সদস্য মোঃ আবু বকর সিদ্দিক (আবুল) । সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে বিএনপি'র কারা নির্যাতিত এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মোঃ আবুবকর সিদ্দিক (আবুল) কে নিয়ে প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত আচমকা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮ঘটিকার সময় উপজেলার গাজীপুর ইউনিয়ন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবেকতারিত কণ্ঠে লিখিত বক্তব্য পাঠ করেন আবুবকর সিদ্দিক। তিনি বলেন," আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে প্রকাশিত একটি মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,"আমি নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক আওয়ামী লীগ নেতার জমি ও দোকানপাট দখল করেছি। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি দলীয় মহল দীর্ঘদিন ধরে আমার পিছনে লেগেছে।" তিনি আরও বলেন "বিরোধপূর্ণ জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। এই বিষয়টি যাচাই-বাছাই না করে সাংবাদিক মুজাহিদ একতরফাভাবে একটি সংবাদ প্রচার করে সামাজিক এবং রাজনৈতিকভাবে আমাকে দারুন ভাবে হেয় প্রতিপন্ন করায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যেহেতু সম্পত্তিটি আমাদের বংশগত সেহেতু এবিষয়ে আগে থেকেই আমার তেমন কোন মাথা ব্যথা নেই। ১৯৯০ সালে আমার দাদা- বাপ- চাচাদের নামে ১০৫ শতাংশ জমি দলিল করে দেন। কিন্তু ২০০১সালে শহিদুজ্জামান লিটন নামের এক দলিল লেখক কৌশলে আমার বৃদ্ধ ও অসুস্থ দাদার নিকট থেকে জমিটি রেজিস্ট্র করে নেয়। " তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, আমার চাচা হাজী মোবারক হোসেন এ বিষয়ে ভালো বলতে পারবেন।" চাচা হাজী মোবারক হোসেন বলেন, " জমিটি ব্যান্ডার লিটন বাবার কাছ থেকে কৌশলে২০০১ সালে দলিল করে নেয়। জমির সংক্রান্ত বিরোধটি সমাধানের জন্য আমরা গণ্যমান্যদের নিয়ে একাধিকবার বসেছি। এখন পর্যন্ত তিনি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। বৈধ কাগজপত্র দেখিয়ে সে তার জমি নিয়ে যাবে এখানে আমাদের কোন আপত্তি থাকার কথা নয়। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মহল মোঃ আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম সহ-সম্পাদকঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭ মোবাইলঃ ০১৭১৬১২৭৮১১, ০১৭১১২৮০৯১৬
ইমেইলঃchoukasinfo21@gmail.com, choukasinfo@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.