বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের হুমকি দিন দিন বাড়ছে—এবার তার প্রভাব পড়েছে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যের ওপরও। আজ প্রকাশিত IUCN World Heritage Outlook 4 প্রতিবেদনে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের মোট ৪৩ শতাংশ প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানকে ঝুঁকির মুখে ফেলেছে, যা অন্যান্য সব হুমকির তুলনায় সর্বোচ্চ।
প্রতিবেদন অনুযায়ী, আক্রমণাত্মক ভিনগ্রহী প্রজাতি (Invasive Alien Species) এখনো দ্বিতীয় বৃহত্তম হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে, যা ৩০ শতাংশ স্থানে প্রভাব ফেলছে। একইসাথে, বন্যপ্রাণী ও উদ্ভিদ রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে—২০২০ সালে যেখানে মাত্র ২ শতাংশ স্থানে এমন হুমকি ছিল, এখন তা বেড়ে ৯ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া, ২০২৫ সালের IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসে প্রকৃতি সংরক্ষণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ IUCN World Commission on Protected Areas (WCPA) থেকে ১৩ জন রেঞ্জার ও রেঞ্জার দলকে আন্তর্জাতিক রেঞ্জার পুরস্কার প্রদান করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও রোগজীবাণুর দ্রুত বিস্তার রোধে আন্তর্জাতিক সহযোগিতা ও জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম সহ-সম্পাদকঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭ মোবাইলঃ ০১৭১৬১২৭৮১১, ০১৭১১২৮০৯১৬
ইমেইলঃchoukasinfo21@gmail.com, choukasinfo@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.