নিজস্ব প্রতিবেদন:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি ৪ হাজার ৯০৯ একর ভূমির মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গাজুড়ে বিস্তৃত। ছোট ছোট টিলা ও শালবনসমৃদ্ধ এ পার্কটি ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। পার্কের অন্যতম আকর্ষণ ‘কোর সাফারি’ এলাকায় সম্প্রতি বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। ফলে শীত মৌসুমের আগেই সংস্কারকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। পার্কের সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান বলেন, আসন্ন শীত মৌসুমে আগের চেয়ে অনেক বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আমরা আশা করছি। যাতে কেউ ভোগান্তিতে না পড়েন, সে জন্যই এখন থেকেই রাস্তা সংস্কার ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন চলছে। তিনি আরও জানান, পার্কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ রোপণ করা হবে। এসব ফল গাছ পার্কের বন্যপ্রাণীর প্রাকৃতিক খাদ্য হিসেবে কাজ করবে, যা তাদের নিরাপদ বসবাস ও বংশবিস্তারেও সহায়ক হবে। সরাসরি পরিদর্শনে দেখা গেছে, পার্কের বিভিন্ন রাস্তায় সংস্কারকাজ চলার পাশাপাশি পর্যটক পরিবহনের বাসগুলোরও কিছু সমস্যা দেখা দিয়েছে। দর্শনার্থীদের জন্য নির্ধারিত ৮টি বাসের মধ্যে ৬টির এসি বিকল হয়ে আছে। বিকল্প হিসেবে কিছু বাসে ছোট ফ্যান বসানো হলেও তা পর্যাপ্ত নয়। ফলে গরমে অতিষ্ঠ হয়ে অনেক দর্শনার্থী জানালা খুলে ভ্রমণ করছেন, যা চালক ও পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সহকারী বন সংরক্ষক তারেক রহমান আরও বলেন, খুব শিগগিরই ই-টিকিট ব্যবস্থা চালু করার পরিকল্পনা চলছে। এতে দর্শনার্থীরা দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে অগ্রিম টিকিট কাটতে পারবেন। তিনি আরও যোগ করেন, পার্কের বিভিন্ন জায়গায় বনজ উদ্ভিদে ঢেকে গেছে, সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও চলছে। তবে পর্যাপ্ত লোকবল না থাকায় কাজের গতি কিছুটা ধীর। দর্শনার্থীদের প্রত্যাশা—সাফারি পার্ককে তার আগের প্রাণবন্ত রূপে ফিরিয়ে আনা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম সহ-সম্পাদকঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭ মোবাইলঃ ০১৭১৬১২৭৮১১, ০১৭১১২৮০৯১৬
ইমেইলঃchoukasinfo21@gmail.com, choukasinfo@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.