হেলাল শেখঃ শনিবার (৩০ ডিসেম্বর ২০২৩ইং) সকাল ১০টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া প্রবাসী মোঃ আনোয়ার চৌধুরীর পঞ্চম তলা ভবনের ছাদে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে মোঃ জহিরুল ইসলাম (৪০) নিহত হোন। ছাদ থেকে পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত জামিরুল জামালপুর সরিষাবাড়ি পিকনা উত্তরপাড়ার মোঃ খালেক মিয়ার ছেলে, নিহত ভিকটিম তার স্ত্রী সন্তান নিয়ে জামগড়া স্থানীয় সাবেদ আলী চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই হাসান তদন্ত করছেন তিনি বলেন, নিহত নির্মাণ শ্রমিক জামিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সারওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, তদন্ত চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, বিল্ডিং নির্মাণের কাজ করার সময় যে আইন মেনে করার কথা তা করা হয়নি, নিরাপত্তা সেফটি ছিল না, তার কারণে এই নির্মাণ শ্রমিক ছাদে কাজ করার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলই হয়তো তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের পর সবকিছু নিশ্চিত হওয়া যাবে। উক্ত এলাকায় এরকম অনেক ভবন নির্মাণ করার সময় কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা করা হয় না বলে অনেক অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.