যে তিনটি সংকট এই মুহূর্তে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেগুলো হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক এমনটাই মনে করা হচ্ছে । আর এই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেই টানা চতুর্থ বারের যাত্রা শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ।সরকার সংশ্লিষ্টদের সূত্রগুলোর মতে জানা যায়, এবার সব চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সংবিধান অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করা। এই নির্বাচনকে নিয়ে যে সংকটগুলো দেখা দেয় সেগুলোকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার বিচক্ষণতার সাথে মোকাবেলা করেই গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছে যাত্রা শুরু করেছে ।
জাতীয় ও আন্তর্জাতিকর্ র্পযায়ে সরকারকে নানাবিধ পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে এমন চ্যালেঞ্জ নিয়েই পথচলা শুরু করেছে আওয়ামী লীগ সরকার । এগুলোর মধ্যে যে তিনটি বিষয়কে সরকারের জন্য বড় করে দেখছেন নীতিনির্ধারকরা সেগুলো হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.