আজ সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত চির শিখা শিখা অনির্বাণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করে।শিখা অনির্বাণে পৌঁছালে তিন সামরিক বাহিনীর প্রধানদের উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে শেখ হাসিনার সফর শুরু হয়। অনুষ্ঠানের পর, তিনি সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) যান, যেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং সামরিক প্রধানরা তাকে অভ্যর্থনা জানান।
এসময় সৃতিস্তম্ভে পুস্পস্তবক প্রদান সহ শহীদেদের স্বরণে নিরবতা পালন এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠান চলাকালীন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর একটি যৌথ দল গার্ড অব অনার পেশ করে এবং পুষ্পস্তবক অর্পণের পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে তার চিন্তাভাবনা লিখেছিলেন, এটি একটি প্রতীকী অঙ্গভঙ্গি যা জাতির বীরদের সম্মানে তার সরকারের প্রতিশ্রুতি নির্দেশ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.