নাটোর শহরের আলাইপুর এলাকা থেকে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ রাজশাহীর বাঘা উপজেলা থেকে ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্ধারের পর নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। পাশাপাশি প্রধান আসামি নীরবকে গ্রেফতার করেছে পুলিশ।ভুক্তভোগী ছাত্রীর পিতা জানান, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলো। পথে আলাইপুর এলাকায় মোটরসাইকেলে চড়ে আসা উত্তর বড়গাছা এলাকার টিকটকার নীরব ও তার সহযোগী স্টেশন বাজার এলাকার পারভেজ ওই ছাত্রীকে অপহরণ করে। খুঁজে না পেয়ে মঙ্গলবার রাতেই টিকটকার নীরব ও পারভেজকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করা হয়।রাজশাহী জেলার বাঘা উপজেলার গোচর গ্রাম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং প্রধান অভিযুক্ত নীরবকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে নাটোর থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া চলা অবস্থায় ওই ছাত্রী আরও অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.