আজ সকাল 11 টার দিকে মহাখালী রেলগেট কোচিং করে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় রাস্তার পাশে, ওই ব্যক্তির নাম মাইনুল ইসলাম (২৬),বাড়ি গোপালগঞ্জ এতোটুকুই বলতে পারছে।ঘটনাস্থান থেকে জানা যায় উনার সাথে থাক টাকা পয়সা, মানিব্যাগ, মোবাইল, কাগজ পত্র সবই মলম পার্টি ছিনতাইকারীরা নিয়ে যায়।ব্যক্তির আত্মীয় স্বজন বা কারো সাথে যোগাযোগ করার মত কোন নাম্বারও দিতে পারছিল না।ঘটনা স্থান থেকে জানা যায়,লোকাল পরিবহন বাস থেকে লোকটিকে রাস্তার পাশে রেখে বাস চলে যায়, স্থানীয় লোকজন তৎক্ষণাৎ পুলিশকে ফোন দিলে তেজগাঁও থানা পুলিশ চলে আসে।তেজগাঁও থানার সাব ইন্সপেক্টর, খগেন্দ্র জরুলী ভিত্তিতে লোকটিকে নিয়ে পুলিশ পিকআপে করে,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। সাব ইন্সপেক্টর এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান অক্সিজেন দেওয়া অবস্থায় মেডিকেলে ভর্তি আছে,লোকটা সুস্থ হোক আমরা বিষয়টা তদন্ত করে দেখব।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.