মোঃ আবুল কাশেম:
গাজীপুরের শ্রীপুরে, দৈনিক আজকের পত্রিকা’র শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও স্মারক লিপি দিয়েছে সাংবাদিকরা।
(৯’ই নভেম্বর ২০২৩) বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরে কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রীপুরে সংবাদকরা ।
শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক আব্দুস ছালাম রানা’র সভাপতিত্বে, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন। দৈনিক বনিকবার্তার গাজীপুর প্রতিনিধি মাহফুল হাসান হান্নান, দৈনিক যুগান্তর শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, ডাকা টামইস শ্রীপুর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, ভোরের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, আনন্দ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, দৈনিক জনতার শ্রীপুর প্রতিনিধি মোঃ উজ্জল মিয়া, দৈনিক দেশের পত্র পত্রিকার শ্রীপুর প্রতিনিধি শাহাদাত হোসাইন আবির, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক একুশের বাণী গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন সহ প্রতিবাদী সাংবাদিকেরা ।
সাংবাদিকের ওপর বর্ব হামলার প্রতিবাদে উক্ত মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রাতুলে ওপর হামলা, মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা মারধর বা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেক সাংবাদিক। আমাদের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদে করতে হবে। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আমরা হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.