বিশেষ প্রতিনিধি:
নানা আয়োজনে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার সামাজিক সংগঠন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ১৫ই নভেম্বর রোজ বুধবার বিকেল ৪ ঘটিকায় শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে নান্দনিক আলোক সজ্জায় সাজানো হয়। বিকেল থেকে সদস্য ও আশপাশের সাধারণ মানুষের পদচারণে মুখরিত হয়ে উঠে উড়াল সেতুর নিচে। শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল আলম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূইয়া, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি শারফুল ইসলাম, মাওনা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলেক সিকদার, শামীম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সাখাওয়াত হোসেন শামীম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ কলিম ও ক্লাবের সকল সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটা অনুষ্ঠান হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে বরেণ্য সংগীত পরিবেশন কুষ্টিয়া থেকে আগত এনি খান, ঢাকা থেকে আগত তানিয়া আক্তার, কুষ্টিয়া থেকে আগত রনি খান, রাশেদ আহাম্মেদ, রুদ্রনীল, এ এ সুমন ও নিত্য শিল্পী লাভলি আক্তার।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.