আশুলিয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায়, একজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ডেইরী ফার্মের ভিতরে কাজিম উদ্দিন মাদবর (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও র্যাবের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার নিজের ডেইরি ফার্মের ভিতরে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরেদহ উদ্ধারে কাজ শুরু করে। নিহত কাজিম উদ্দিন মাদবর (৫০) আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়া এলাকার ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে। উনি লিপি ডেইরি ফার্মের মালিক। লিপি ডেইরী ফার্মের কর্মচারী (রাখাল) আব্বাস আলি বলেন, আমি মুজারমিলে থাকি। ওখানে আমার বাসা। প্রতিদিন সকাল থেকে বিকেল পযর্ন্ত আমি এখানে কাজ করি। আজ সকালে আমি ফার্মে এসে ওই রুমে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রী এসে রুমের তালা খুলেন। তালা খোলার পরে উনি কান্না শুরু করেন। পরে উনার কান্নার শব্দ শুনে আমি এগিয়ে আসি। পরে দেখি উনার লাশ পড়ে আছে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকান্ডে রহস্য উন্মোচনে কাজ চলছে। অনেকেই জানান, আশুলিয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কখন যে কারে হত্যার শিকার হতে হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.