হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ছিনতাইকারীদের গাড়ি ধাওয়া করে ছিনতাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঢাকার আশুলিয়া থানার (ওসি) এএফএম সায়েদ এর নেতৃত্বে আশুলিয়া থানার (এসআই) আবুল হাসানের চৌকস দল এই ছিনতাইকারীদেরকে আটক করেন। গত (০২ মার্চ) রাত আড়াইটার দিকে আশিক নামের এক ব্যাক্তিকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে ছিনতাইয়ের সময় তাদের ব্যবহৃত গাড়িটির পিছনে ধাওয়া করেন এবং আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে চক্রটির চারজনকে গ্রেফতার করতে সক্ষম হন। আটককৃতরা হলো-যশোর জেলা কোতোয়ালী থানার কদমতলা গ্রামের জাহিদ হাসানের ছেলে মোঃ ফয়সাল (২৯) শেরপুর জেলা শেরপুর থানার চাপাজোড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শফিক (২১) মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানার বাচামরা গ্রামের মৃত সালামের ছেলে মোঃ হাবিব (৩৩) মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানার উত্তর খন্ড গ্রামের মোঃ ইউনুছ শেখ এর ছেলে মোঃ আরিফ শেখ (২৪)। আশুলিয়া থানার (এসআই) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৪-৮২৩০ নাম্বারের একটি প্রাইভেটকার, নগদ ১৫,২০০ টাকা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়, সেই সাথে চক্রটির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রজু করা হয়েছে, মামলা নং- ০৪(০৩)২৪ ধারা-১৭০/৩৯৪/৪১১। তারিখ: ০২/০৩/২০২৪ইং।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.