উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ত্রিমূখী ভোট সংগ্রহের লড়াইয়ে সরগরম রাণীশংকৈল উপজেলার শহর,গ্রাম হাট—বাজার, চায়ের দোকান,হোটেল রেস্টুরেন্ট, । পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি।ভোটার ও সমর্থকদের মতামত বিশ্লেষণে এবারের নির্বাচনে ত্রিমূখী লড়াই হবে বলে জানা গেছে, তিন জন প্রার্থীই ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতা।চেয়ারম্যান পদে তিন জনই হেব্বি ওয়েট প্রার্থী , তাদের মধ্যে চলছে তুমুল প্রতিদন্ডীতা । সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটরদের দারে দারে ভোট প্রার্থনায় তারা, শহর ও গ্রামের রাস্তা দিয়ে পৃথক পৃথক ভাবে করছে মটর সাইকেল শোডাউন,উঠোন বৈঠকে আলোচনা সভা, গান—বাজনা মাধ্যমে মর্কা ও প্রার্থীর পরিচয় দিয়ে মাইকিংয়ে প্রচারনা চালাচ্ছেন সকল প্রর্থীরা। এছাড়াও, তীব্র গরমের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। চেয়ারম্যান পদে উপজেলা আঃলীগ সভাপতি সইদুল ইসলাম আনারস মার্কা, আঃলীগ সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদের মটর সাইকেল মার্কা, আঃলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেনবিপ্লব ঘোড়া মর্কা, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা টিউবওয়েল মার্কা, উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী — চশমা মার্কা, কৃষক লীগ সাঃসম্পাদক দিগেন্দ্রনাথ তালা মার্কা,সাংবদিক হযরত আলী টায়া পাখি মার্কা, যুবলীগ সাঃসম্পাদক রমজান আলী বৈদ্যুতিক বাল্ব মার্কা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম পদ্ম ফুল, সাবেক মহিলা ভাইস—চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল কলস মার্কা, ফরিদা ইয়াসমিন ফুটবল মার্কা, সারমিন আক্তার হাঁস প্রতীক নিয়ে ভোটরদের দারে দারে ভোট প্রার্থনায় ব্যস্ত ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.