ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এফ. এম সায়েদ এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার অভিযান চালিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ২২জন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছেন।
পুলিশ জানায়, গত বছর মহাসড়কে নাশকতার মামলায় আশুলিয়ায় ২২ জন জামায়েত ইসলামীর নেতাকর্মীকে গ্রেফতার করেছেন।
শনিবার দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেফতারকৃত আসামীদের ঢাকার আদালতে পাঠানো হয়। এরআগে শুক্রবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে গত বছরের ১ আগষ্টের নাকশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, পূর্বের মামলায় তারা অজ্ঞাত আসামী ছিল। আটকের পর তাদের যাছাই বাছাই করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই রাতে আশুলিয়ার জিরাবোতে মহাসড়কে জামায়েত ইসলামীর বিভিন্ন নেতাকর্মীর মুক্তির দাবীতে মিছিল ও বাস ভাংচুরের অভিযোগে মামলা হয়েছিল। সেই সময় জামায়েত ইসলামী ২৩ জন আজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১আগষ্ট আশুলিয়া থানায় মামলা হয়েছিল বলে পুলিশ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.