ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে দমকা বাতাসের সঙ্গে হচ্ছে বৃষ্টি । গত রাত থেকে এ বৃষ্টি শুরু হয়।
এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিক কর্মজীবী সাধারণ মানুষ। বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ।
আবহাওয়া অফিস বলছে,আজ সকাল ৯ টা পর্যন্ত রাজশাহীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিকাল মাইল। তবে এই বৃষ্টিপাত এখনই শেষ হচ্ছে না, রিমালের প্রভাবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে দেশের অনন্য বিভাের পাশাপাশি রাজশাহী, বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
একইসঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাবে এবং তাপমাত্রা কমবে।তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না বলে জানায় আবহাওয়া অধিদপ্তর ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.