ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৯০ (নব্বই ) বোতল ফেনসিডিল ও ০২ (দুই) কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন এর একটি টিম ধামরাই থানাধীন কুমরাইল এলাকা হইতে আসামী ১। মো. হারুন (৫৫), পিতা-মৃত তমিজ উদ্দিন , সাং-কুমরাইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা, সর্বমোট ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল সহ ২৬/০৫/২৪ খ্রি.১৪:৫০ গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শুভ মন্ডল এর একটি টিম সাভার থানাধীন কাউন্দিয়া গোয়ালবাড়ি এলাকা হইতে আসামী ১। মো. আসলাম (৫৩), পিতা-মৃত রমজান আলী , সাং-কাউন্দিয়া গোয়ালবাড়ি, থানা-সাভার, জেলা-ঢাকা, সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজাসহ ২৬/০৫/২০২৪ইং রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে গ্রেফতার করেন।
সোমবার রাতে উক্ত বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় পৃথকভাবে ২টি মাদক মামলা রুজু হয়েছে হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.