৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল ৪০ হাজার ৩শত ৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫শত ৮ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ রফিকুল ইসলাম পান্নু মৃধা উড়োজাহাজ প্রতীকে ২৯ হাজার ২শত ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মিজানুর রহমান শিকদার তালা প্রতীকে ১৮ হাজার ৭শত ৬৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তামান্না পারভীন রেভা কলস প্রতীকে ৩৫ হাজার ৩শত ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯শত ২৬ ভোট পেয়েছেন। উল্লেখ্য, চেয়ারম্যান পদে মোট ৩জন প্রতিদ্বন্দী মনোনয়নপত্র দাখিল করলেও ১জন প্রত্যাহার করেন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। উপজেলার ৯টি ইউনিয়নের ৬৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৫শত ৯৪টি। মোট ৭৬ হাজার ৮শত ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার স্যংখ্যার ৪৫.৮৪%।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.