চট্টগ্রাম নগরের বন্দর থানা সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে এক যুবক। তবে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। বুধবার (৬ জুন) দিবাগত মধ্য রাতে স্লুইসগেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস মিয়া ময়মনসিংহের নান্দাইল থানাধীন উলোহাটি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে এবং তিনি পতেঙ্গার নারিকেল তলা এলাকায় শাহাবুদ্দিনের বাসায় ভাড়ায় থাকতেন।
বৃহস্পতিবার (৬ জুন) রাত ১ টার দিকে স্লুইচগেইট সংলগ্ন এই ঘটনা ঘটে। ট্রেনের কাটা পড়ে দেহ থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ে থানা ওসি এস এম শাহিদুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.