রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান পিপিএম-(বার) এর সার্বিক তত্ত্বাবধানে-গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানা পিপিএম(সেবা) এর দিক-নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন এর নেতৃত্বে "টিম গোদাগাড়ী মডেল থানা পুলিশের চৌকস দল তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের সাত জন সদস্যকে গ্রেফতার করেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, তিনটি মোটরসাইকেল এর মধ্যে একটি মোটর সাইকেলের (RTR) মালিকানা পাওয়া গিয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন আরো বলেন, অন্য দুইটি মোটরসাইকেল এর প্রকৃত মালিক বিজ্ঞ আদালতের মাধ্যমে জিম্মায় নিতে পারবেন।
তিনি আর এক প্রশ্নের জবাবে বলেন, গত ২৫/০৫/২০২৪ ইং তারিখ সময় দুপুর অনুমান ১.৩০ ঘটিকায় এ্যাপাসি আর টি আর ১৫০ সিসি মোটরসাইকেল সংঘবদ্ধ আসামীগন চুরি করায়, গোদাগাড়ী মডেল থানায় কর্মরত এস আই ( নিরস্ত্র) মোঃ আল ইমরান( বিপি ৯২২০২২৭২১৬) বাদী হয়ে
আন্তঃজেলা চোর চক্রের আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
তার ই ধারাবাহিকতায় আন্তঃজেলা চোর চক্রের সাতজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
আসামীরা হলেন,০১. মহব্বত আলী (৩৫),পিতা -কাওসার আলী, সাং- কেশবপুর, থানা-রাজপাড়া,০২.মোঃ জয় হোসেন( ৩০), পিতা - বাবর আলী, সাং- সাইর গাছা,থানা - কাশিয়া ডাঙা, ০৩.মোঃ তানভীর হাসান রাতুল( ২৫), পিতা - আকবর আলী, সাং- রাজশাহী কোর্ট স্টেশন, থানা -রাজপাড়া,০৪.মোঃ ইসমাইল হোসেন (৩০),পিতা -সেন্টু,সাং- মহিষাল বাড়ী,থানা - গোদাগাড়ী, ০৫.মোঃ সোহেল রানা (৩৫), পিতা -এমদাদুল হক, সাং -গুড়ি পড়া, ০৬.রওনক ওরফে রোকন (২০),পিতা - মোঃ আলমগীর, সাং বশুয়া,০৭. মোঃ সাকিল (৩০),পিতা - মোঃ আব্দুর রউফ, সাং-গোলজার বাগ গুড়ি পাড়া,সর্ব থানা - কাশিয়া ডাঙা, জেলা রাজশাহীগন আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।
অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মতিন জানান,আসামীরা এ ছাড়াও আরও বড় ধরনের কোন অপরাধের সাথে জড়িত কিনা এবং তাদেরকে সহযোগিতা সহ এহেন কার্যক্রমে জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হবে।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনী সকল প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.