মোঃ আবুল কাশেম: আর নয় কর্মবিরতি, এবার হবে কাজের গতি। হয়ে গেছে সংস্কার,পুলিশ হবে জনতার। এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় শ্রীপুর মডেল থানার শান্তি সমাবেশের কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সকল পুলিশি কার্যক্রম বন্ধ ছিল। ১২ই আগস্ট ২০২৪ শান্তি সমাবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক ব্যক্তি বর্গ শান্তি সমাবেশে অংশ গ্রহণ করেন। সমাবেশ থেকে বি,এন,পির পক্ষ থেকে জানানো হয়েছে -কারো বাড়ি ঘর ভাঙচুর করা যাবে না, চাঁদাবাজি লুটপাট অগ্নিসংযোগ করা যাবে না। বিএনপি’র কোন নেতাকর্মী এমন কাজের সাথে জড়িত থাকে বিএনপির থেকে বরখাস্ত করা হবে। পুলিশকে উদ্দেশ্য করে বিএনপি’র নেত্রীবর্গ বলেন, অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবেনা। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা বলেন- সকলের সহযোগিতায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। দুর্দিনে শ্রীপুর মডেল থানার আশেপাশের লোকজন শ্রীপুর থানাকে রক্ষা করেছেন উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন-আজমির হোসেন পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.