মোঃ আবুল কাশেম:
গাজীপুরের শ্রীপুরে সোমবার সকালে পৌর ৭ নং ওয়ার্ডের চন্না পাড়া গ্রামে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা এবং স্ত্রীকে গুরুতর যখমের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনাস্থল থেকে জানা যায়, নিহত আশরাফুল আলম ও আজিজুলের স্ত্রী তাসলিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ সূত্রে জানায়, নিহত আশরাফুল ও আজিজুলের স্ত্রী তাসলিমা একই কারখানায় একসাথে চাকরি করা অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তাসলিমার স্বামী আজিজুল হক জানতে পেরে তাদের দুই জনকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি স্ত্রীকে ওই কারখানায় চাকরি করা থেকে বিরত রাখেন। কিন্তু স্বামীর নিষেধ আজ্ঞা অমান্য করে প্রেমিকের সাথে পরকীয়া লিপ্ত থাকেন।
সোমবার সকালে বাসায় আশরাফুল ও তাসলিমাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে স্ত্রীর প্রেমিক আশরাফুল ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান আজিজুল। এলোপাথাড়ি কুপানোর ফলে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আশরাফুলের মরদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত তাসলিমাকে হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাদের পরকীয়া সম্পর্কের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.