সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাংয়ের বেইলি সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ২৭ ঘন্টা পর যানচলাচল শুরু হয়েছে।শনিবার বিকেলের দিকে সেতুটির মেরামত কাজ শেষ হলে যানচলাচল শুরু হয়। এরআগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক পারাপার হওয়ার সময় স্টীলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। এরপর থেকেই ওই সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, মেরামত কাজ শেষে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুর পাশে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। দ্রুতই দরপত্র প্রক্রিয়া শেষে নতুন সেতু নির্মাণে কাজ শুরু হবে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক পারাপার হওয়ার সময় স্টীলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.