ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষকে মারধর, হত্যার হুমকি, শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ প্রভাব বিস্তার ও শিক্ষক কর্মচারীদের উপর অত্যাচারের প্রতিবাদে শিক্ষক আজিবর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় ক্লাশ বর্জন করে কালীগঞ্জ শহরের ভূষণ রোডে এ কর্মসূচি পালন করে সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয়।মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, ১৪ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবর রহমান স্কুলের ডিবেটিং ক্লাবকে কেন্দ্র করে সহকারী শিক্ষক শামীম উদ্দীনকে মারধর ও অকথ্য ভাষায় হত্যার হুমকি দেন। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে উঠে। মানববন্ধন থেকে শিক্ষক আজিবর রহমানের বিচার ও অপসারণ দাবি করা হয়। এ ঘটনায় শিক্ষক শামীম উদ্দীন একটি লিখিত অভিযোগ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছেন।সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষকের মধ্যে সামান্য একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। যা ঘটনার দিনই সমাধান করে দিয়েছিলাম। তবে আজ রোববার আবার শিক্ষার্থী মানববন্ধন করেছে এটা আমার জানা নেই। যদি করেও থাকে তাহলে তারা বহিরাগত।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.