সোমবার (১৮ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে অন্তর্বর্তী সরকার নির্বাচিত হয়নি, তাদের ম্যান্ডেট নেই বলে উল্লেখ করেন তিনি।মির্জা ফখরুল আরও বলেন, শিক্ষার্থীরা অনেক কথা বলছে এবং বলবে। অভিজ্ঞতা থেকে বলছি, দ্রুত নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের সরকার যত বেশি সময় ক্ষমতায় থাকে, তত বেশি সমস্যা তৈরি করে। কারণ এটা কোনো নির্বাচিত সরকার নয়। সংস্কারের কথাও বলেছেন বিএনপিও। এটি একটি যৌক্তিক সময় হতে হবে. এগুলো করতে না পারলে সমাজ বদলানো যাবে না।দেশের রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে সবাইকে সতর্ক থাকারও জোর দেন তিনি।এছাড়াও বিএনপি মহাসচিব গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের কার্যক্রমের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলন করলেও শেষ গোলটি করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, তরুণ ভ্যানগার্ড যারা বুকে শট নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কখনো দূরত্ব তৈরি করা যায় না।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.