গাজীপুরের কালীগঞ্জে জোরপূর্বক প্রতিবেশির জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন বালীগাঁও মৌজার আর এস ৬৭৩ নং খতিয়ানের আর এস ১৬১৪ ও ১৬১০ নং দাগের ৩.৫৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। গাজীপুর সদর জয়দেবপুর থানা এলাকার মো. মোতালেব হোসেন, কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের মো. রানা ও শাহানাজ পারভীন দীর্ঘদিন যাবৎ মো. আনোয়ার হোসেন এর জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে শক্রুতা পোষণ করে আসছে। এ সংক্রান্ত বিষয়ে মো. আনোয়ার হোসেন গত ১৬ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখে গাজীপুর বিজ্ঞ ৫ম সিনিয়র সহকারী জজ আদালতে ২৭/২০২৩ নং দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। পরে স্থাণীয় সালিশ সভার মাধ্যমে উভয় পক্ষ আদালতে মামলা চলমান থাকাবস্থায় জমিতে কোন কাজ করবেন না মর্মে লিখিত ভাবে অঙ্গীকার করেন। কিন্তু মামলার বিবাদী মোতালেব হোসেন আদালতে মামলা চলমান থাকাবস্থায় লিখিত অঙ্গীকার নামার শর্ত ভঙ্গ করিয়া গত ১৬ নভেম্বর ২০২৪ইং সকাল ৯ টার দিকে মো. রানা ও শাহানাজ পারভীন মো. আনোয়ার হোসেনের জমিতে জোরপূর্বক ঘর বাড়ী নির্মাণ কাজ শুরু করেন। আনোয়ার কাজে বাধা দিলে তারা ক্ষীপ্ত হয়ে হামলা চালায়। এ বিষয়ে মো. আনোয়ার হোসেন ৩ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে মো. আনোয়ার হোসেন বলেন, আমি ক্রয় সূত্রে জমির মালিক হওয়ার পর থেকে মোতালেব হোসেন ও তার স্ত্রী জমি দখলের জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে আসছে। গাজীপুর দেওয়ানী আদালতে তাদের বিরুদ্ধে মামলা করার পরও তারা কোন ভাবে থামছে না। ১৬ নভেম্ভর সকালে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে নির্মাণ কাজ শুরু করে। তাদের কিছু বলতে গেলে তারা আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করে।
এ বিষয়ে অভিযুক্ত মো. মোতালেব হোসেন বলেন, আমার জমিতে আমি কাজ করছি। আমি আনোয়ার হোসেনের জমিতে যাইনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো. রাসেল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.