তাহেরুল ইসলাম তামিম,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি মোবারক আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। এর আগে সভায় আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ছবি কান্ত দেব (দৈনিক খবর একদিন) যুগ্ম আহ্বায়ক একে আজাদ (দৈনিক আজকের প্রতিভা) সদস্য সচিব নাজমুল হোসেন (দৈনিক আজকের দর্পণ)আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।এদিকে তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাণীশংকৈলে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম) নুরুল হক (দৈনিক উত্তরা) আনিসুর রহমান বাকি (উত্তর বাংলা) ফারুক আহম্মেদ সরকার (মোহনা টিভি) আশরাফুল আলম (এশিয়ান টেলিভিশন) বিজয় রায় (ভোরের ডাক) জিয়াউর রহমান (যায়যায় দিন) আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়) আনোয়ার হোসেন জীবন (নয়া দিগন্ত) খুরশিদ আলম (আজকের পত্রিকা) আহম্মেদ ইসমাম (ঢাকা টাইসম) আবদুল্লাহ আল নোমান (জনকণ্ঠ) সবুজ ইসলাম (বাংলাদেশ বুলেটিন)।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.