শেরপুর জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শেরপুর জেলা কমিটি বিগত ১৩/১১/২০২৪ ইং তারিখে অনুমোদন পাওয়ার পর থেকেই বিভিন্ন পরিকল্পা নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে২৩/১১/২০২৪ ইং রাত ৮.০০ টায় গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়।উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি -এড. আব্দুর রব আল আমিন খোকন,সিনি.সহ সভাপতি-এড.লুৎফর রহমান শাওন,সহ-সভাপতি আলামিন,সুরুজ্জামান,সাধারণ সম্পাদক-এড. শাহরিয়ার হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক -কামরুজ্জামান মোল্লা,দপ্তর সম্পাদক -জাকির হোসেন, প্রচার সম্পাদক -রাসেল মিয়া,অর্থ সম্পাদক-লিখন,ত্রান বিষয়ক সম্পাদক -রিয়াদ খান প্রমুখ এবং ইনসাফের প্রতিষ্ঠাতা- হাবিবুল্লাহ পাহাড়ি,জাতীয় দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধি সহ আরও অনেকেই।উক্ত আলোচনায় উঠে আসে আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কর্মসূচি পালন এবং উক্ত কর্মসূচিকে সঠিক ভাবে বাস্তবায়ন উপলক্ষে উপস্থিত বক্তব্যে উঠে আসে নানা কর্মসূচি।দিবসটিকে সামনে রেখে কমিটির সাধারণ সম্পাদক-এড. শাহরিয়ার হোসেন আরিফ সকল সদস্যের মতামতের ভিত্তিতে তৈরি করেন আর্থিক কমিটি,মনিটরিং কমিটি এবং আগামী এক সপ্তাহের মধ্যে থানা কিমিটি গুলো সম্পন্ন করে সাংগঠনিক সম্পাদক -কামরুজ্জামান মোল্লাকে জেলা কমিটিতে জমা দেয়ার নির্দেশ দেন। মিটিংয়ে সভাপতির অনুমতিক্রমে সকলের দায়িত্ব বুঝিয়ে দেন সংস্হাটির সাংগঠনিক সম্পাদক -কামরুজ্জামান মোল্লা, সেই সাথে থানা কমিটি গুলো করার তাগিদ দিয়ে দ্বায়িত্ব বন্টন করেন।সংস্থাটির শেরপুর জেলার সিনিয়র সহ সভাপতি এড.লুৎফর রহমান শাওন বলেন আমরা মানবাধিকার কর্মী মানুষের জন্য কাজ করবো এবং আমাদের কাজ যেন মানুষের মনে জায়গা করে করে নিতে পারে।তাছাড়া সাধারণ সম্পাদক-এড. শাহরিয়ার হোসেন আরিফ আরও বলেন ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উল্লেখ্য আমরা যে কর্মসূচি গুলো করার সিদ্ধান্ত নিয়েছি তা আমাদের সকলের সহযোগিতায় অবশ্যই সম্পন্ন করবো এবং শেরপুরে এই মানবাধিকার সংগঠনকে গরিবের আশার আলো হিসেবে তৈরি করবো।সেই সাথে শেরপুর জেলা কমিটির প্রচার সম্পাদক (অনলাইনে যে নাসা ভাই হিসেবে পরিচিত) -রাসেল মিয়া বলেন আমি এই মানবাধিকার সংগঠনে নতুন যুক্ত হয়েছি, আছি এবং আমারা সবাই মিলে নতুনভাবে মানুষের প্রয়োজনে তাদের পাশে সবসময় থাকবো,কারণ আমি একজন মানবাধিকার কর্মী।ইনসাফের প্রতিষ্ঠাতা- হাবিবুল্লাহ পাহাড়ি বলেন আমাদের ইনসাফ নালিতাবাড়ী উপজেলায় অনেক আগে থেকেই কাজ করে আসতেছে, তবে আমি এই মানবাধিকার সংগঠনের সাথে ইনসাফকে নিয়ে আমাদের কাজগুলোকে আরও দ্রুত মানুষের মাঝে পৌঁছে দিতে চাই তুলে ধরতে চাই জাতীয় দৈনিক চৌকস পত্রিকায়।সর্বশেষ জেলা কমিটির সভাপতি -এড. আব্দুর রব আল আমিন খোকন বলেন আমরা সকলে মিলে একটা পরিবার আমরা চাইলে আমাদের সাধ্যমত অনেক কিছু করতে পারে, শুধু দরকার মনোভাব আর চেষ্টা। আর আমাদের এই চেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মধ্য দিয়ে অগ্রসর হতে থাকতে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.