সদরপুর (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের বৈদ্যডাঙ্গী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সেক শহিদের বাড়িতে ভাংচুরের চেষ্টা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে একই গ্রামের প্রতিপক্ষ ফরিদ কাজী, ইউনুস কাজী, হারুন কাজী গংরা।
জানাগেছে, গতকাল সন্ধ্যায় জনৈক ব্যক্তি শহিদ সেকের বাড়িতে সংঘবদ্ধ দলটি দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে জোরপুর্বক অনধিকার প্রবেশ করে অশ্লিল ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করে। একপর্যায়ে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে বাড়ির উঠানের পাশে থাকা খড়ের গাঁদায় অগ্নি সংযোগ ও গোয়ালে থাকা একটি গরুকে ধারালো ছ্যান দা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রতিপক্ষের অব্যহত হুমকীতে উক্ত পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় সেক শহিদুল ইসলাম বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ ব্যপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.