নিশাত শাহরিয়ার (ঢাকা): এবি পার্টির জাতীয় কাউন্সিল ঘিরে চেয়ারম্যান পদে ৫ এবং নির্বাহী কমিটির সদস্য পদে ৬১ জন প্রার্থী অংশগ্রহন বলে দলীয় সূত্রে জানা গেছে। আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) ১ম জাতীয় কাউন্সিলে মনোনয়ন পত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫ জন ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে (ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল-এনইসি) ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিশন। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ারেসুল করিমের নেতৃত্বে মঙ্গলবার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। আগামী ২৮ ডিসেম্বর এবি পার্টির ১ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের প্রথম সারির ৫ জন নেতা। এরা হলেন- বর্তমান আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, পার্টির সাবেক আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বর্তমান যুগ্ম আহবায়ক লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, বর্তমান সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া। এছাড়া দলের গুরুত্বপূর্ণ পর্ষদ জাতীয় নির্বাহী কাউন্সিলের ২১ টি সদস্য পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মোট ৬১ জন। একজন প্রার্থীর ব্যাপারে আপত্তি আসায় যাচাই-বাছাই ও শুনানী শেষে তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষনা করা হয়। এর আগে, ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর ছিলো চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আজ ১১ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি দাখিল ও ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি বিষয়ে শুনানি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। উল্লেখ্য, ২০২০ সালের ২রা মে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। দল গঠনের সাড়ে ৩ বছর পর আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। ২২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃত্বে এতদিন দলটি পরিচালিত হয়ে আসছিল। ১ম কাউন্সিল হিসেবে দলের চেয়ারম্যান পদে ৫ জন এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ৬১ জনের প্রতিদ্বন্দ্বিতাকে দলের নেতারা গণতান্ত্রিক চর্চার দারুণ এক সূচনা হিসেবে দেখছেন। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভাগ ও জেলা সমূহে কর্মব্যস্ত সময় পার করছেন দলের সর্বস্তরের নেতা- কর্মীরা। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.