শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন নভেম্বর /২৪মাসে শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ। এ উপলক্ষে বুধবার (১১ডিসেম্বর) বিকেলে সন্মাননা হিসেবে স্মারক প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
এসময় কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এবং হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আশরাফুল ইসলাম পলাশ বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে নৌকার প্রভাবশালী প্রার্থী হাবিবুর রহমান মন্টুকে পরাজিত করে বিজয় লাভ করেন। এরপর থেকে ইউনিয়নবাসীদের সেবায় দিনরাত নিজেকে নিয়োজিত করেছেন। তার নির্বাচনী এলাকায় সরকারি প্রতিটা বরাদ্ধ বিচক্ষণতার সাথে প্রদান করে আসছেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সাথে সখ্যতা রেখে পুরো ইউনিয়নের উন্নয়নকল্পে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি সরকারিভাবে বরাদ্ধ নিয়ে অনেক কাঁচা রাস্তা মেরামত, বেশ কিছু রাস্তা পাকাকরণ স্বচ্ছতার সাথে করে যাচ্ছেন। এলাকার প্রতিটি সমস্যা নিজের সমস্যা মনে করে তিনি কাজ করে যাচ্ছেন। ফলে আগের তুলনায় বর্তমানে অত্র ইউনিয়নে মামলা-মোকদ্দমার সংখ্যাও কমে গেছে। এক কথায় মানবতার ফেরিওয়ালা হয়ে তিনি জনগণের সেবা করে যাচ্ছেন। এখন পর্যন্ত তার নামে কোন ধরণের অভিযোগ এলাকাবাসীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.