লিখন মিয়া,নকলা (শেরপুর)প্রতিনিধিঃ নকলা উপজেলা, পৌর-৭নং ওয়ার্ড চরকৈয়া (৭১ ব্যাডমিন্টন ক্লাব)মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ ডিসেম্বর ২০২৪,সারাদিন-ব্যাপী ক্রীড়া খেলাধুলার পর রাত ৮:০০ ঘটিকার সময় চরকৈয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ক্লাব এর সভাপতি মাহমুদ আল হাসান বাবু সভাপতিত্বে অনুষ্ঠিত হয় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ অংশে বলেন খেলাধুলায় হচ্ছে মাদক মুক্তের প্রধান হাতিয়ার ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন,তিনি তার মূল্যবান বক্তব্য শেষ অংশে বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প আর কিছু নেই । অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন বিশেষ অতিথি, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্য রাব্বীনূর চৌধুরী,পৌর বিএনপি কৃষক দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো:মনিরুল ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ মুন্জুুরুল আলম,নকলা সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এন আর নাহিদ। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক অংশীদার হাজী নিয়ামতুল্ল্যা জেনারেল (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এর পরিচালক মো:ইউসুফ হাসান ইমন।মো:লিটন মিয়া,মোঃ আব্দুল মান্নান,জাহাঙ্গীর আলম,মো:আজাদ মিয়া, মোহাম্মদ আরেজ মিয়া, সোজা মিয়া,আনিছ মিয়া সহ আরো সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।খেলা সঞ্চালনায় ছিলেন:-মোস্তাফিজুর রহমান(বাবুল)
খেলা পরিচালনা বিশেষ ভূমিকা রাখেন:- মো: রফিকুল ইসলাম, মো: আতিক,এফ আর উমর ফারুক,জি.কে জাকারিয়া, সুমন খান,শিবলু হাসান সানি,মো:বাবু,শুভ, বিশাল আহমেদ, সাদিক হাসান, স্বাধীন মিয়া,শাকিব ,আশিক, মো:রাকিব,সাগর,আরিফ, সহ-আরো অনেকেই।খেলায় অংশ গ্রহন করেন মোট ১২টি দল:-ফাইনাল ম্যাচ অংশগ্রহন করেন এম ফোর হাজারী বনাম কে.জি.এফ।জয়ী হয় কে.জি.এফ।ব্যাডমিন্টন খেলা শেষে খেলায় চ্যাম্পিয়ন হিসেবে কে.জি.এফ দল কে ১০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।
এবং রানার্স আপ এম ফোর হাজারী দল কে ৫ হাজার টাকার চেক হাতে তুলে দেন বিশেষ অতিথি।
সারাদিন-ব্যাপী অন্যান্য খেলায় অংশগ্রহণকারী জয়ী দের পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এরপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.