ফরহাদ ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনির ৯ নম্বর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব নাজিমুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলহ্বাজ এরশাদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শহীদ জিয়া স্মতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলামে সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক বিকাশের একটি অংশ। যুবসমাজকে একটি আত্মপ্রত্যয়ী ও আদর্শিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নাই। প্রায় দুইযুগ পর আবারও এই কলোনির মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্ট কলোনিবাসীর ঐতিহ্য। খেলাধুলার মধ্য দিয়ে কিশেঅর, তরুণ, যুবকেরা তাদেরকে শারিরীক ও মানসিকভাবে গড়ে তুলতে পারবে বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে এধরেণর টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে আশা করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, শফিকুর রহমান স্বপন, আহমেদুল আলম রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, আবদুল বাতেন, জাহিদুল হাসান বাবু, মিজুনুর রহমান মোস্তফা, আনিসুল গণি তামান্ন, এবাদুল হক লুলু, নুরুল ইসলাম, শাহীন পাটোয়ারি, কাইয়ুম হোসেন রিপন, মহিদুল আলম সুমন, শহীদুল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবন্দ বলেন, স্বাভাবিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ইতিবাচক ভূমিকা পালন করে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ ও দেশ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
আয়োজক কমিটি জানিয়েছে, তিনটি গ্রুপে মোট ১২টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় স্পোটিং ক্লাব’৯৮ এবং সিজিএস কলোনি সিনিয়র একাদশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সিজিএস কলোনি সিনিয়র একাদশকে ৫-০ গোলে হারায় স্পোটিং ক্লাব’৯৮।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.