হেলাল শেখঃ ঢাকা জেলার (ডিবি উত্তরের) অফিসার ইনচার্জ, মো: জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ সেকান্দার আলী সংগীয় অফিসার ও ফোর্স সহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা হইতে আসামী ১। মোঃ সাবজুল হোসেন (২২) , পিতা-মৃত আলাল উদ্দিন, মাতা-ফাতেমা আক্তার, সাং-কুটিরচর, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ ফারুক হোসেন (৩৮), পিতা-মৃত মনিরুল হক, মাতা-সখিনা খাতুন, সাং-চরকাদিয়া, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর, এ/পি সাং-হাজী কফিল উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, পূর্ব ডেন্ডাবর, কবরস্থান রোড, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,৩। মোঃ রফিকুল মিয়া (৩৪), পিতা-মৃত সাহেব আলী মন্ডল, মাতা-মাজেদা বেগম, সাং-ভবানিপুর, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-হাজী কফিল উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া, পূর্ব ডেন্ডাবর, কবরস্থান রোড, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের অদ্য ২৩/১২/২৪ খ্রি. তারিখ সকালে সর্বমোট ২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.