মোঃ হৃদয় মিয়া, শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধিঃ গাজিপুরের টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে ১৮ ডিসেম্বর ভোর রাতে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর খুনি সা'দ পন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, নৃশংস ও বর্বর হত্যার বিচারের দাবি এবং সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে
শেরপুরের শ্রীবরদীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা উলামা মাশায়েক সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড় চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জের নিকট ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবুল কালাম, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি এনামুল হাকিম, মাওলানা বাইমুদ্দিন, মুফতি আল আমিন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা রশিদ ফেরদাউস, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর সা'দ পন্থীদের অতর্কিত হামলায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ফাঁসির কার্যকর করতে হবে। ছাদের সন্ত্রাসী বাহিনীদের বাংলাদেশে থেকে বিতারিত করা হবে। বক্তারা ৫ দফা দাবি উল্লেখ্য করে বলেন আমাদের এ দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমরা সর্বস্তরের তৌহিদী জনতা সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে।
এসময় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রায় ৮ শতাধিক তৌহিদী জনতা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.