জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক জগন্নাথপুরের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাবে সাংবাদিকদের আয়োজনে জগন্নাথপুর প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সানুয়ার হোসেন সুনুর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সায়েক এম রহমান, কেশবপুর এডুকেশন ট্রাস্টের সভাপতি বশির মিয়া, বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি এম এ কাদির। স্বাগত৷ বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু আরও বক্তব্য দেন, সাংবাদিক গোলাম সারওয়ার, আল আমিন,জামাল উদ্দিন বেলাল, ইকবাল হোসেন, কবি সালা উদ্দিন মিটু, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই প্রমুখ। বক্তারা বলেন, “আজকের সংবর্ধিত অতিথি সায়েক এম রহমান জগন্নাথপুর উপজেলার মানুষের কাছে একজন সমাজসেবী হিসেবে পরিচিত। সংবর্ধিত অতিথির বক্তব্যে সায়েক এম রহমান বলেন, “আমাকে এভাবে সম্মান দেওয়ার জন্য আমি জগন্নাথপুর প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় জন্ম মাটিতে পরে থাকে। আজকে সবার সাথে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত।” সম্ভর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মাছুম আহমদ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.