শেরপুর জেলা প্রতিনিধি: "মূল মন্ত্র কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন "এই প্রতিবাদ্য সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীর সামাজিক সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)র উদ্যোগে কীর্তিমান বাবা সন্মাননা ২০২৪ " অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির হল রুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। মো: হারুন অর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: রমজান আলী,
সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক অভিনুর ইসলাম,স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক মনির, আব্দুল হাকিম, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সদস্য মাহমুদ হাসান রনি।
পরে আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ৭ জন কীর্তিমান বাবাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিদের পক্ষ থেকে সংগঠনের অবদানের জন্য প্রশংসিত হয় এবং সংগঠনের সদস্যদের প্রতি সামাজিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.